পরিচয়
কথা: তুহিন
সুর : তুহিন
দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে
খাঁচার পাখি কখন কি আর, মনের পাখি হয় ?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
©Lyricshunter.wordpress.com
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
©LyricsHunter.wordpress.com
লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি আর রয় ?
©LyricsHunter.wordpress.com
আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ......
©LyricsHunter.wordpress.com
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়।
osthir post mama...!!!!!
উত্তরমুছুনthnx dada... tui amar site dekhi visit koros... it's my pleasure... ;) @Gohan (Gourab)
উত্তরমুছুনoshadaron akta gan........
উত্তরমুছুনoshadaron akta gan............
উত্তরমুছুনspechless.......
উত্তরমুছুনme to...
উত্তরমুছুন