রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

এখানে প্র্যাক্টিক্যাল এর ছবি আঁকা হয় এবং লেখা হয়... {জীববিজ্ঞান (১ম+২য় পত্র), পদার্থ (১ম+২য় পত্র), রসায়ন (১ম+২য় পত্র)}

আমি (পরিচয় পর্ব হবে যোগাযোগের পরে), সবধরনের প্র্যাক্টিক্যাল খাতার ছবি আঁকি। আপনি যদি একজন এস.এস.সি. অথবা, এইচ.এস.সি. 'র বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হন, তবে অবশ্যই আপনার পদার্থ, রসায়ন এবং বায়োলজি বিষয়ের প্র্যাক্টিক্যাল খাতার প্রয়োজন হয়। আবার আপনি যদি ছবি আঁকতে না পারেন বা, আপনার ছবি আঁকা সুন্দর হয় না, অর্থাৎ আপনি ছবি আঁকতে পারেন না, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে এস.এস.সি. অথবা, এইচ.এস.সি. 'র যে কোন বিষয়ের যেকোনো ছবি এঁকে দিতে পারি। সে জন্য আপনাকে যেটা করতে হবে, তা হলো নিচের দেয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আপনারা সরাসরি আমার সাথে ফোনে আলাপ করতে পারেন। ধন্যবাদ... ;)

আমার সাথে যোগাযোগের ঠিকানাঃ

বাসাঃ 9, রোডঃ ২, ব্লকঃ ডি, সেকশনঃ ৬, মিরপুর, ঢাকা- ১২১৬

[মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখা)'র সংলগ্ন]

Mobile: 01683810728 / 01921253283

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন