বুধবার, ১৩ জুলাই, ২০১৬

সরকারী চাকুরীর আবেদনপত্র পূরণের পূর্ণাঙ্গ নিয়মাবলী

অনেকদিন ধরে ঘেটেও অনলাইনে সরকারী চাকুরীর আবেদন করার জন্য ভাল ও পূর্ণাঙ্গ কোন নিয়মাবলী পেলাম না। শেষমেষ একটু সময় নিয়ে নিজেই একটি নিয়মাবলী লিখে ফেললাম।



নিয়মাবলীটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন



শনিবার, ৯ জুলাই, ২০১৬

Dipannita lyrics from the movie/drama "Sorry Dipannita"

Song: Dipannita
Drama: Sorry Dipannita
Singer: Tarif & Sifat
Composer: Shkahawat Ornok
Lyric & Tune: Swaraj Deb
Director: Swaraj Deb
DOP: Yeasin, Mijanur Rahman
Editor: Jahangir alam
Cast: Jibon, Nafia, Preva, Anas, Tasfia, Shuvo, Rayhan

Lyrics:
সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা /
আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা/

সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে, সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা …
গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা…

তুমি নীলাকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ
কোন সে জাদুতে কে জানে!

আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে, সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা/
হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা/

অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে
যে ডাকে সৃতির পাতা…
নদির শেষে আকাশ নীলে, স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে,
দীপান্বিতা…

শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসি,
প্রেয়সী।
জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে,
ভালবাসি।

চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে,
পুড়েছি যে-বোঝনি তা/
অভিমানে চুপটি করে, এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে- লুকোনো কথা/

ইটপাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা…
জীবন যখন থমকে দাড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায়
দীপান্বিতা…
কল্পনারই আকাশ জুড়ে, নানা রঙে লোকের ভিড়ে, দুচোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা…
তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা,তুমি আমার ভালবাসা
দীপান্বিতা……।।

-source: collected-

বঁধুয়া আমার চোখে - শ্রীকান্ত (Bodhua amar chokhe - srikanto)

বঁধুয়া আমার চোখে
শ্রীকান্ত

বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥

bodhua amar chokhe jol eneche haae
bina karone
neel akash theke e ki baaj heneche haae
bina karone ||

dine dine mullo bine
she je amae nilo kine |
e mone joton kore bifol premer
bij buneche haae
bina karone ||

ami to khuji karon
mon amae kore baron
bole kano amon moron
bina karone |

ami baadi ami bibaadi
kotha udhaao oporaadhi |
kano shei ruper alo buke jele
aachi beche haae
bina karone ||

-source: collected from web-