শনিবার, ৯ জুলাই, ২০১৬

বঁধুয়া আমার চোখে - শ্রীকান্ত (Bodhua amar chokhe - srikanto)

বঁধুয়া আমার চোখে
শ্রীকান্ত

বঁধুয়া আমার চোখে জল এনেছে হায়
বিনা কারণে
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায়
বিনা কারণে ।

দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিলো কিনে ।
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়
বিনা কারণে ॥
আমি ত খুঁজি কারণ
মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ
বিনা কারণে ।
আমি বাদী আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী ।
কেন সেই রূপের আলো বুকে জ্বেলে
আছি বেঁচে হায়
বিনা কারণে ॥

bodhua amar chokhe jol eneche haae
bina karone
neel akash theke e ki baaj heneche haae
bina karone ||

dine dine mullo bine
she je amae nilo kine |
e mone joton kore bifol premer
bij buneche haae
bina karone ||

ami to khuji karon
mon amae kore baron
bole kano amon moron
bina karone |

ami baadi ami bibaadi
kotha udhaao oporaadhi |
kano shei ruper alo buke jele
aachi beche haae
bina karone ||

-source: collected from web-

৩টি মন্তব্য: