বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

একটি বিশেষ ঘোষণা !!! [সময় নিয়ে একটু পরে দেখুন]

অশেষ দয়াময় ও পরম করুনাময় আল্লাহ্‌র নামে শুরু করছি...


এই ২০১১ নিয়ে আমাদের আজ প্রায় ৩ বছর হয়ে গেল। এবং ২০১২ টে আপনাদের এই লিরিক্স হান্টার ৪ বছরে পা দেবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ওয়েবসাইট এর সাথে থাকার জন্যে। আমি যখন এই ওয়েবসাইট টির কাজ শুরু করি তখন ভেবেছিলাম হয়ত কিছুদিন পরে আর কাজ করতে ভাল লাগবে না। কিন্তু ওয়েবসাইট টি খোলার এবং অল্পসংখ্যক কিছু বাংলা গানের লিরিক পোস্ট করার পরেই আমি অসাধারণ সাড়া পেলাম আপনাদের কাছ থেকে এবং এর পরে আমি আর পিছু ফিরে দেখলাম না। জানি না আমার এই ওয়েবসাইটটিকে আমি কতদূরে নিয়ে যেতে পারবো, তবে আমার বিশ্বাস যে, আপনারা শুরু থেকে এখনও পর্যন্ত আমাকে যেভাবে সাহায্য করেছেন এই ওয়েবসাইট টি গড়ে তোলার জন্যে, সে জন্যে আমি অনেক অনেক বেশী কৃতজ্ঞ। না, আপনাদের আমি "ধন্যবাদ" দিয়ে ছোট করতে পারবো না। তবে এতটুকু বলব, আপনারা আমার পাশে আছেন, থাকবেন যেন আমি আপনাদের ভাল কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ।

আরেকটা কথা। আমি আমার এই ওয়েবসাইটে লিরিক লেখার জন্য লেখক খুঁজছি। কারন, আমার একার পক্ষে বাংলা ভাষার সব লিরিক পোস্ট করা দুঃসাধ্য ব্যাপার। আমি চাই, আপনারা যারা বাংলা গানের অন্ধ ভক্ত, তারা আমার সাথে কাজ করেন এবং এই ওয়েবসাইট টিকে ইন্টারনেট এর সবচেয়ে বড় "লিরিক কমিউনিটি" হিসেবে গড়ে তুলতে অবদান রাখুন।

আমার সাথে যোগাযোগ করতে এবং আপনাদের এই ওয়েবসাইটে কাজ করতে আগ্রহী হলে আমাদের ফিডব্যাক পেজ এ ভিসিট করে ছোট করে একটা কমেন্ট লিখুন। ধন্যবাদ...
আর অবশ্যই আমাদের ফেসবুক ফ্যান পেজ এ ভিসিট করতে এবং LIKE করতে ভুলবেন না যেন। [যদি আমাদের এই প্রয়াস আপনার ভাল লেগে থাকে]

ধন্যবাদান্তে,
শাওন (অ্যাডমিন) ;)
md.mehedihassanshawon[at]gmail.com
www.facebook.com/shawon2010

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন