বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

সাগরের তীর থেকে (Shagorer Teer Theke) [Lyric] - শাহ্‌নাজ রহমতউল্লাহ্‌ (Shahnaz Rahmatullah)

সাগরের তীর থেকে (Shagorer Teer Theke)
আর্টিস্টঃ শাহ্‌নাজ রহমতউল্লাহ্‌ (artist: Shahnaz Rahmatullah)

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে...
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে।।

সবি যে মধুর লাগে অনুভবে হিয়া জাগে
গোপন স্বপন গুলো জীবনের দিশা পেলো
আমারো পরানো বীনা সুরে সুরে বেজে যায়।।

এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি
তাই বুঝি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন