আমি তোমারি চোখে
আর্টিস্টঃ শুভ্র দেব
অ্যালবামঃ -
ছবিঃ -
আমি তোমারি চোখে দু'চোখ রেখে
জীবনের কবিতা পড়লাম
তাই তোমার কাছেই ছুটে আসলাম।
তুমি যে সোনার তরী রবী ঠাকুরের
অগ্নীবীণা তুমি নজরুলের
জীবনানন্দের বনলতা সেন
তোমার মাঝেই খুঁজে পেলাম।
তুমি রুপালী চাঁদ মাধবী রাতে
সূর্য তুমি যেন নীল আকাশ
দুঃখ আনন্দের ঠিকানা সেতো
তোমার কাছেই খুঁজে পেলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন