আজ ১৬ ডিসেম্বর, ২০১১ইং, মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইলো, এবং সাথে রইলো একরাশ গোলাপ ফুলের স্নিগ্ধ সুবাস...
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের আত্মপ্রকাশ ঘটে। উপমহাদেশের একেবারে পূর্ব প্রান্তসীমা ঘেঁষে অবস্থিত বাংলা অঞ্চল প্রথম পরাধীন হয় ১৭৫৭ সালের ২৩শে জুন উপনিবেশবাদী বৃটিশ বাহিনীর হাতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের মাধ্যমে। নবাবের ঘনিষ্ঠজন ও পারিষদবর্গের বিশ্বাসঘাতকতার ফলে পলাশির আম্রকাননের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। এরপর দীর্ঘ প্রায় ২০০ বছরের বৃটিশ শাসন কাটিয়ে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় ১৯৪৮ সালে। হিন্দু অধ্যূষিত এলাকাগুলো নিয়ে গঠিত হয় হিন্দুস্তান বা ভারত এবং মুসলিম অধ্যূষিত এলাকাগুলো নিয়ে গঠিত হয় পাকিস্তান। কিন্তু পাকিস্তান রাষ্ট্র ছিল ভারতের দুই প্রান্তে অবস্থিত দুটি অংশে বিভক্ত। আজকের বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং বর্তমান পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। দেশের শাসনক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানীদের হাতে। পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠির জুলুম ও শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ শুরু থেকেই সোচ্চার হয়ে ওঠেন। ৫২'র ভাষা আন্দোলন ৬৯ এর গণ অভ্যূত্থাণের রেশ ধরে ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম। ৭১ সালের ২৬শে মার্চ চুড়ান্তভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং দেশের আপামর জনতা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অবশেষে আজকের দিনে- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানী সেনাবাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। ১ লক্ষ ৫৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ বাংলাদেশের পশ্চিম ও উত্তর অংশে রয়েছে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকের কিয়দংশ জুড়ে রয়েছে মিয়ানমার।
(সংগ্রহ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন