আর্টিস্ট/শিল্পীঃ খায়রুল আনাম শাকিল
ধরনঃ নজরুল সঙ্গীত
পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥
মোর পরান বধু নাই
পদ্মে তাই মধু নাই নাইরে ॥
বাতাস কাঁদে বাইরে
সে সুগন্ধ নাইরে
মোর রূপের সরসীতে আনন্দ মৌমাছি
নাহি ঝঙ্কারে ॥
ও পদ্মারে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস তারে দিস এই পদ্ম তার পায়
বলিস কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির অন্ধকারে।
পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥
*ডাউনলোড লিংক: http://bdmusic001.webng.com/Podmar%20Dheure.mp3
F
উত্তরমুছুন