Nazrul Geeti লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Nazrul Geeti লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

পদ্মার ঢেউ রে (lyric+mp3) - খায়রুল আনাম শাকিল [নজরুল সঙ্গীত]

পদ্মার ঢেউ রে


আর্টিস্ট/শিল্পীঃ খায়রুল আনাম শাকিল


ধরনঃ নজরুল সঙ্গীত


পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥


মোর পরান বধু নাই
পদ্মে তাই মধু নাই নাইরে ॥
বাতাস কাঁদে বাইরে
সে সুগন্ধ নাইরে
মোর রূপের সরসীতে আনন্দ মৌমাছি
নাহি ঝঙ্কারে ॥


ও পদ্মারে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস তারে দিস এই পদ্ম তার পায়
বলিস কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির অন্ধকারে।


পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥


*ডাউনলোড লিংক: http://bdmusic001.webng.com/Podmar%20Dheure.mp3

শনিবার, ২৮ নভেম্বর, ২০০৯

Search

এই শিকল পরা ছল

এই শিকল পরা ছল
Ei shikol pora chol

artist: Kazi Nazrul Islam

মোদের এই শিকল পরা ছল
এই শিকল পরেই
শিকল তোদের করবো রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা
মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা
মোদের সবার বাঁধন ভয়
এই বাঁধন পরেই বাঁধন ভয়কে
করব মোরা জয়
এই শিকল বাঁধা পা নয়
এ শিকল ভাঙ্গা কল।।

ওরে ক্রন্দন নয় বন্ধন
এই শিকল ঝন ঝনা
এ যে মুক্তি পথের অগ্রদূতের
চরণ বন্দনা।
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে
হানছে লাঞ্ছনা
ওদের অস্থি দিয়েই জ্বলবে দেশে
আবার বজ্রানল।

Copyright © 2006-2008 Evergreen Bangla

এই রাঙামাটির পথে লো

এই রাঙামাটির পথে লো
Ei rangamatir pothe lo

artist: Kazi Nazrul Islam

এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি

ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো

মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো

চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো

Copyright © 2006-2008 Evergreen Bangla

আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে

আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে
Ami poth-monjury futechi adhar raate

artist: Kazi Nazrul Islam

আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে,
গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে।
দেবতা চাহেনা মোরে,
গাঁথে না মালার ডোরে,
অভিমানে তাই ভোরে শুকাই শিশির-সাথে।।
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হ’য়ে ঝ’রে পড়া।
ভালবাসা পেয়ে যদি
কাঁদিতাম নিরবধি,
সে বেদনা ছিল ভাল সুখ ছিল সে কাঁদাতে।

Copyright © 2006-2008 Evergreen Bangla

আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব
Ami chirotore dure chole jabo

artist: Kazi Nazrul Islam

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে।
(আমি) বাতাস হইয়া জড়াইব কেশে, বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন/ ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।
আসিবে তোমার পরমোৎসবে কত প্রিয়জন কে জানে,
মনে প’ড়ে যাবে–কোন্‌ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে, হায়! / চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে, কে যেন ম’রে মিশে আছে তোমার পথের ধূলিতে।

Copyright © 2006-2008 Evergreen Bangla

আমার গানের মালা

আমার গানের মালা
Amar ganer mala

artist: Nazrul Islam

আমার গানের মালা
আমি করব কারে দান।
মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমান।
মালা করব কারে দান।।
চোখে মলিন কাজল রেখা
কন্ঠে কাঁদে কুহু কেকা।
কপোলে যার অশ্রু রেখা
একা যাহার প্রাণ।।
শাঁখায় ছিল কাঁটার বেদন
মালায় শুচির জ্বালা।
কন্ঠে দিতে সাহস না পাই
অভিশাপের মালা।
বিরহে যার প্রেমারতি
আঁধার লোকের অরুণধুতি।
নাম না জানা সেই তপোতী
তার তরে এই গান।।

Copyright © 2006-2008 Evergreen Bangla

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০০৯

O Mor Ramzaner oi Rojar seshe

O Mor Ramzaner oi Rojar seshe
artist: Ferdousi Begum
album: Unknwon (Nazrul Geeti)

O Mor Ramzaner oi Rojar seshe
Elo khushi Eid...
tui apnake aj biliye de shon
asmane tagid...

O Mor Ramzaner oi Rojar seshe
Elo Khushir Eid

Tor shona dana bala khana
shob rahe illilah
de jakat murda muslim er aaj
bhanga itenit

O Mor Ramzaner oi Rojar seshe
Elo Khushir Eid

aaj porbi eid er namaj re mon
she shei eidgahe
jei moidane shob gaji muslim
hoyeche sahid

O Mor Ramzaner oi Rojar seshe
Elo Khushir Eid

Aaj bhule ja tor dost or dushman
hath milau hate
tor prem diye kor bissho nikhil
islame murid

O Mor Ramzaner oi Rojar seshe
Elo Khushir Eid

jara jibon bhore rakche roja
nitto upobashi
shei gorib, yasin, miskinder de
ja kichu mukib

O Mor Ramzaner oi Rojar seshe
Elo Khushir Eid