শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ
লেখক: মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো,
হাতের ঈশারায় কাজ করছিল;
তুমি শুধু একবার বাঁধা দিয়েছিলে।
বাঁধা সীমানা যখন অতিক্রম করে
অথৈ সাগরে হাবুডুবু!
ঠিক তখনই পাহাড়ের উঁচু টিলার মতো
সাগরের ঢেউ এসে
আমার বুকে আছ্ড়ে পরেছিল ।
অন্ধকারে জোছনার স্নিগ্ধ সৌরভান্নিত আলোয়
আমি আরও চঞ্চল হয়ে উঠেছিলাম।
সম্মতির নিরবতায় আমি ভেসেছিলাম
দীর্ঘপ্রস্তুতিপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া
যমুনার গভীর জলে।
যেন আমি শীতের শারস হয়ে নির্বিগ্নেই
এদেশে ওদেশে ঘুরে বেড়াই,
আর তুমি আমাকে রাজ সিংহাসনে বসিয়ে
প্রকৃতির ভারসাম্য রক্ষা কর।
স্মৃতির পাখি আজ আর গান করে না;
উড়ে চলে গেছে নতুন কোলাহলে
নতুন সীমানায়-
ঠিক তোমার মতো করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন