বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ
জীবন তরী চলতে চলতে
গিয়ে উঠলাম প্রেম নগর
হাবু-ডুবু খেয়ে প্রেমে
ডুবে গেলাম প্রেম সাগর।
প্রেমিক আমি বিশ্ব প্রেমি
প্রেম নিয়ে করি খেলা
আমার প্রেমে ফুল-পরিরাও
কাটায় সারা বেলা।
bangla kobita লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bangla kobita লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
কালের খেয়া | মেহেদী সবুজ
কালের খেয়া | মেহেদী সবুজ
০৮/০৭/২০১২ রাত ৪:১৫
সভ্যতায় সৃষ্ঠমানব বিরল প্রজাতী।
যার মাঝে বহমান বয়স্রোত;
যে স্রোতের মাঝে বসত করে ‘প্রেম’
জোয়ারে আসে আবার ভাটায় যায় চলে।
যার জনক কোন কালপুরুষ কিংবা
মৃত্তিকায় কোন গর্ভধারীনী নারী।
০৮/০৭/২০১২ রাত ৪:১৫
সভ্যতায় সৃষ্ঠমানব বিরল প্রজাতী।
যার মাঝে বহমান বয়স্রোত;
যে স্রোতের মাঝে বসত করে ‘প্রেম’
জোয়ারে আসে আবার ভাটায় যায় চলে।
যার জনক কোন কালপুরুষ কিংবা
মৃত্তিকায় কোন গর্ভধারীনী নারী।
লেবেলসমূহ:
মেহেদী সবুজ,
amar kobita,
bangla kobita,
kobitar khata,
mehedi sobuz kobita
প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ
প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ
লেখক: মেহেদী সবুজ
প্রেমের ইচ্ছাগুলো,
হাতের ঈশারায় কাজ করছিল;
তুমি শুধু একবার বাঁধা দিয়েছিলে।
বাঁধা সীমানা যখন অতিক্রম করে
অথৈ সাগরে হাবুডুবু!
লেখক: মেহেদী সবুজ
প্রেমের ইচ্ছাগুলো,
হাতের ঈশারায় কাজ করছিল;
তুমি শুধু একবার বাঁধা দিয়েছিলে।
বাঁধা সীমানা যখন অতিক্রম করে
অথৈ সাগরে হাবুডুবু!
লেবেলসমূহ:
মেহেদী সবুজ,
bangla kobita,
kobitar khata,
mehedi sobuz,
premer icchagulo
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১
তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে :: চিত্তরঞ্জন দাশ
কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে
তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে,
সোনার স্বপন ভরা প্রভাতের মাঝে;
সেই গীতে ভরি গেছে হৃদয় আমার,
গগনে পবনে বহে সেই গীত ধার!
কি মোরে করেছ আজ! মনখানি মম,
শত শত তন্ত্রীভরা গীতযন্ত্র সম, —
পরশি তোমার করে কাঁপিয়া কাঁপিয়া,
গরবে গৌরবে আজ উঠিছে বাজিয়া।
লেবেলসমূহ:
চিত্তরঞ্জন দাশ,
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বাংলা কবি,
বাংলা কবিতা,
bangla kobi,
bangla kobita
কোথায় রাখিব আজ এ সুখের ভার :: চিত্তরঞ্জন দাশ
কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ কোথায় রাখিব আজ এ সুখের ভার
কোথায় রাখিব আজ এ সুখের ভার,
কারে দিব আজ মোর অশ্রু উপহার!
এ অজানিত সুখ, এ দুঃখ অজানা,—
বাধাহীন এ উৎসবে মানে না যে মানা।
সকল সুখের রাশি পুষ্প হ’য়ে ফুটে,
সব দুঃখ আজ মোর গীত হ’য়ে উঠে!
বিচিত্র এ গীত লোক, পুষ্পের কানন!—
কি জানি কেমন করে কাঁপিছে এমন!—
কোথায় রাখিব বল অন্তরের ভার,
তোমার উৎসবে আজি, হে সিন্ধু আমার!
লেবেলসমূহ:
চিত্তরঞ্জন দাশ,
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বাংলা কবি,
বাংলা কবিতা,
bangla kobi,
bangla kobita
ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশি :: চিত্তরঞ্জন দাশ
কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশি
ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশী –
আনন্দ উৎসবে ভরা! সূর্যকর রাশি
তোমার সর্বাঙ্গে আজ আনন্দে লুটায়,
উজল উছল জলে কুসুম ফুটায়!
গীতভরা স্বর্ণালোকে ফুটে পুষ্পদল,
তোমার চরণ বেড়ি করে টলমল!
তোমার সঙ্গীত আজি বিহঙ্গের প্রায়,
মাখি সে সোনার স্বপ্ন তার সর্ব গায়,
উড়িয়া বেড়ায় মোর হৃদয় আকাশে,
প্রেমের তরঙ্গে আর বসন্ত বাতাসে!
লেবেলসমূহ:
চিত্তরঞ্জন দাশ,
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বাংলা কবি,
বাংলা কবিতা,
bangla kobi,
bangla kobita
ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে :: চিত্তরঞ্জন দাশ
কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে
ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে!
আমি শুধু চেয়ে আছি প্রভাতের পানে।
কখনো বাজিছে ধীর,
কখনো গভীর,
কখনো করুণ অতি, চোখে আনে জল,
উদ্দাম উন্মাদ কভু করিছে পাগল!
তোমার গীতের মাঝে,
কি জানি কি বাজে!
তোমার গানের মাঝে কি জানি কি বিহরে,—
আমার সকল অঙ্গ শিহরে, শিহরে!
ওই তব পরাণের অন্তহীন তানে;
আমি শুধু চেয়ে আছি প্রভাতের পানে।
লেবেলসমূহ:
চিত্তরঞ্জন দাশ,
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বাংলা কবি,
বাংলা কবিতা,
bangla kobi,
bangla kobita
আজিকে পাতিয়া কান :: চিত্তরঞ্জন দাশ
কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ আজিকে পাতিয়া কান
আজিকে পাতিয়া কান,
শুনিছি তোমার গান,
হে অর্ণব! আলো ঘেরা প্রভাতের মাঝে
একি কথা! একি সুর!
প্রাণ মোর ভরপুর,
বুঝিতে পারিনা তবু কি জানি কি বাজে
তব গীত মুখরিত প্রভাতের মাঝে!
লেবেলসমূহ:
চিত্তরঞ্জন দাশ,
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বাংলা কবি,
বাংলা কবিতা,
bangla kobi,
bangla kobita
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)