বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

আজিকে পাতিয়া কান :: চিত্তরঞ্জন দাশ



কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ আজিকে পাতিয়া কান

আজিকে পাতিয়া কান,
শুনিছি তোমার গান,
হে অর্ণব! আলো ঘেরা প্রভাতের মাঝে
একি কথা! একি সুর!
প্রাণ মোর ভরপুর,
বুঝিতে পারিনা তবু কি জানি কি বাজে
তব গীত মুখরিত প্রভাতের মাঝে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন