গাইব না আর কোনো গান / gaibo na ar kono gaan
আর্টিস্টঃ অর্থহীন / aurthohin
অ্যালবামঃ গাইব না / gaibo na
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয় ক্ষত
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
Copyright ©2011 - LyricsHunter
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে সেখানে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
Copyright ©2011 - LyricsHunter
Mp3 Download Link: "http://go.music.com.bd/hB3zxp" - Music.com.bd
I love this song very much
উত্তরমুছুনOnk sundor amr proyojon moto
উত্তরমুছুনthanks
উত্তরমুছুন