'সাগর সঙ্গীত' দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একটি কাব্যগ্রন্থ। রচনাকালের হিসেবে এটি তাঁর তৃতীয় এবং প্রকাশকালের হিসেবে দ্বিতীয় কাব্যগ্রন্থ। ১৯১১ সালের পূজার ছুটির সময় ইংল্যান্ড যাত্রাকালে কাব্যটি রচিত হয়। কবিতাগুলির বিষয় প্রকৃতি এবং এগুলির মধ্যে একটি অখণ্ড ভাবপ্রবাহ রক্ষিত হয়েছে। মূল গ্রন্থে কবিতাগুলির কোনো শিরোনাম নেই, এগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত হয়েছে। এই কাব্যের প্রথম প্রকাশক ছিলেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সনস, কলকাতা। বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগে গ্রন্থটি সম্পর্কে লেখা হয়, ‘Lyrical poems on the Ocean and its various majestic scenes.’ অরবিন্দ ঘোষ প্রথমে ইংরেজি গদ্যে এই কাব্যের অনুবাদ করেন; পরে তিনিই শ্রীঅরবিন্দ নামে ইংরেজি পদ্যে এই কাব্যের অনুবাদ করেছিলেন। ১৯২৩-২৪ সাল নাগাদ ‘Songs of the Sea’ নামে এই ইংরেজি অনুবাদটি মাদ্রাজ (অধুনা চেন্নাই) থেকে প্রকাশিত হয়।
সংগ্রহেঃ http://bn.wikisource.org
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন