বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

গোধূলী :: শিরোনামহীন :: স্বপ্নচূড়া – ২

গোধূলী

অ্যালবামঃ স্বপ্নচূড়া – ২

আর্টিস্টঃ শিরোনামহীন

দিগন্ত জুড়ে নিলীমা মাঝে
পলাতক সময় করে পরিহাস
স্তব্ধ নিঃশ্বাস দূরে ঠেলে
আসি আমি ফিরে বারে বার।
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলীতে।
অনন্ত পতন, অনন্ত সময়
একই ভাঙ্গনের কথা একই পথ,
আমারই জন্য সহস্র সূর্য
দেবে একই আলো চিরকাল।
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলীতে।
আমি বুঝিনা কেন,
একই মাটিতে কেন এত রক্তের রং খেলা।
আমি জানিনা কেন,
একই মানুষের একই স্পর্শে কেন এত ছোঁয়া।
আমি জড়িয়ে যাই এ মায়াজালে,
পরাধীনতার এ বাঁধন,
তবু যেতে চাই স্বপ্নের আলোয়,
সকল বাঁধা ভেঙ্গে আলো-ছায়ায়।


 

Copyright 2011: Shironamhin.net

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন