Shironamhin লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Shironamhin লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

শাওনগগনে ঘোর ঘনঘটা ~ শিরোনামহীন – [অ্যালবামঃ রবীন্দ্রনাথ]

শাওনগগনে ঘোর ঘনঘটা
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ (২০১৩)

শাওনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম, বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।।


কপিরাইট © ২০১৪ - শিরোনামহীন[ডট]নেট

সকাতরে ওই কাঁদিছে সকলে ~ শিরোনামহীন – [অ্যালবামঃ রবীন্দ্রনাথ]

সকাতরে ওই কাঁদিছে সকলে
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ (২০১৩)

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।


কপিরাইট © ২০১৪ - শিরোনামহীন[ডট]নেট

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ ~ শিরোনামহীন - [অ্যালবামঃ রবীন্দ্রনাথ]

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ (২০১৩)

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।
ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।


কপিরাইট © ২০১৪ - শিরোনামহীন[ডট]কম

শন শন যদিও কাশবন - শিরোনামহীন

শন শন যদিও কাশবন
কথাঃ জিয়া
সুরঃ শাফিন

শন শন যদিও কাশবন-
দুলছে মন দমকা হাওয়ায় সারাক্ষণ
মেঘের ইশারা চাই যখন,
টিপ টিপ বৃষ্টি নামবে স্বপ্ন ভাঙবে,
কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষণ।

ঝোড়ো হাওয়া….ফিরে যাওয়া….তারাঢাকা অশ্রুহীন
আনবে কোনো সোনালী দিন
এই আকাশজুড়ে স্বপ্নপুড়ে,
ফিরছে যারা অনেকদূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।

সন্ধ্যা হলো আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে বৃষ্টি শেষে,
ভেসে ভেসে কোন সুদুরে
দমকা হাওয়ায় উড়ছে মন…

তবু সুযোগ পেলে দুহাত মেলে
সর্ব চোখে হারিয়ে গেলে,
ফিরবে কি আর সোনালী দিন…

সংগৃহীতঃ ফেসবুক[ডট]কম

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

শূণ্য :: শিরোনামহীন

শূণ্য
কথা: জিয়া
সুর: জিয়া


আমার ঘরে জন্ম হলো
আমার ঘরেই বসবাস
ঘরের আলোয় আমার সর্বনাশ ।
ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো
ভরসা ছাড়াই জীবন সুধা,
আমার ঘরের আধার কোণে
লুকিয়ে থাকাই ভালো ।
আধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে
বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরে থামলো যখন
আমায় ভালবাসে..........আমায় ভালবাসে

সিড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো হাতবদল
আমার বোঝা কে যে নিলো, কোন সে চেনা মুখ
জীবন ভরে বোঝার পাহাড়,
জীবন ভরে বো ঝা র পাহাড়
জীবন ভরে বোঝার পাহাড়, বারো মাসে সোনার হরিণ
পেলাম না যে সুখ ।
ঘরের আলোয় আমার সর্বনাশ ।

আমার ঘরে দশটি সিড়ি, নয়টি তারই ভাঙ্গা
সিড়ি গেলো আকাশ পানে, আমি যখন অতল জলে
খুঁজছি শুকনো ডাঙ্গা ।

বদলে বোঝা সেই...............
চেনা ঘরে ঢুকে দেখি,
পায়ের নিচে মাটি নেই,
মাটি নেই ।

বাংলাদেশ (Bangladesh lyrics by Shironamhin) - শিরোনামহীন

বাংলাদেশ (Bangladesh)


শিরোনামহীন (Shironamhin)


কথা: জিয়া/শাফিন
সুর : শাফিন/জিয়া


কণ্ঠঃ তুহিন


যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম
যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ


মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ
যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায় ......

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ......

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

পরিচয় (Porichoy) - শিরোনামহীন

পরিচয়

কথা: তুহিন

সুর : তুহিন

 

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে

খাঁচার পাখি কখন কি আর, মনের পাখি হয় ?

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©Lyricshunter.wordpress.com

কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া

অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়

বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©LyricsHunter.wordpress.com

লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা

মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে

লোহার খাঁচার ছোট্ট ঘরে

কোন পাখি কি আর রয় ?

©LyricsHunter.wordpress.com

আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ......

©LyricsHunter.wordpress.com

তোমার আমার এই পরিচয়

সত্যি হবার নয়।

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

প্রান্তর :: শিরোনামহীন :: বন্ধুতা

প্রান্তর
undefined

কথা: তুহীন/জিয়া
সুর: তুষার


অ্যালবামঃ বন্ধুতা

ছেলেবেলায় ......
ফেলে আসা দীর্ঘশ্বাস
অকারণে কথা বলা
আমার পথচলা

সেই কবেকার হারিয়ে যাওয়া
ঘুড়ি সূতোয় ছন্দমাখা
ছেলেবেলা

দেখি ......
এ খোলা প্রান্তরে
স্বপ্ন আমারই ভেসে যায়
দু’চোখে ......

স্বপ্ন দেখার একদিন
স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায়
গল্প বলার কোনদিন
পুরনো সংলাপে অনেক অজানায়

ছেলেবেলায় ......
ফেলে আসা পথ ধরে
অকারণে কথা বলা
অকারণে পথ চলা

সেই কবেকার দুপুরবেলা
চুপিচুপি ঘুম পালানো
ছেলেবেলা।

কপিরাইটঃ www.Shironamhin.net

ট্রেন :: শিরোনামহীন :: স্বপ্নচূড়া - ৩

ট্রেন

কথা: বাবু (ঢা.বি.)
সুর: শাফিন/জিয়া



কিছুটা জেনে, কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্ল্যাটফরম ছুয়ে ক্লান্ত দেহে
অভিমানী পদচিহ্ন রাখে
অভিমানী এক ট্রেনে

করিডর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদূরের আনন্দনগর ......
ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয়মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলে আসা পথ


Copyright 2011: Shironamhin.net

গোধূলী :: শিরোনামহীন :: স্বপ্নচূড়া – ২

গোধূলী

অ্যালবামঃ স্বপ্নচূড়া – ২

আর্টিস্টঃ শিরোনামহীন

দিগন্ত জুড়ে নিলীমা মাঝে
পলাতক সময় করে পরিহাস
স্তব্ধ নিঃশ্বাস দূরে ঠেলে
আসি আমি ফিরে বারে বার।
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলীতে।
অনন্ত পতন, অনন্ত সময়
একই ভাঙ্গনের কথা একই পথ,
আমারই জন্য সহস্র সূর্য
দেবে একই আলো চিরকাল।
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলীতে।
আমি বুঝিনা কেন,
একই মাটিতে কেন এত রক্তের রং খেলা।
আমি জানিনা কেন,
একই মানুষের একই স্পর্শে কেন এত ছোঁয়া।
আমি জড়িয়ে যাই এ মায়াজালে,
পরাধীনতার এ বাঁধন,
তবু যেতে চাই স্বপ্নের আলোয়,
সকল বাঁধা ভেঙ্গে আলো-ছায়ায়।


 

Copyright 2011: Shironamhin.net

রবিবার, ১৪ আগস্ট, ২০১১

পাখি

পাখি
কথা:জিয়া
সুর:জিয়া
অ্যালবামঃ “ইচ্ছে ঘুড়ি”

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।।

বরষা

বরষা
কথা: ফারহানতুহীন
সুর: তুষার
অ্যালবামঃ "ইচ্ছে ঘুড়ি"

বরষা মানেনা
ঝরছে জলধারা,জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা।অনুনয় মানেনা
অবারিত মনকথা,জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা।নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন

রবিবার, ৭ আগস্ট, ২০১১

জাহাজী

জাহাজী
কথা: জিয়া
সুর: জিয়া
অ্যালবামঃ জাহাজী

শূণ্য

শূণ্য
কথা: জিয়া
সুর: জিয়া
অ্যালবামঃ জাহাজী

ঘুম

ঘুম
কথা: ফারহান
সুর: তুষার, ফারহান
অ্যালবামঃ জাহাজী

নিশ্চুপ আধার

নিশ্চুপ আধার
কথা: ফারহান, জিয়া
সুর: তুষার, জিয়া
অ্যালবামঃ জাহাজী

লাল নীল গল্প

লাল নীল গল্প
কথা:জিয়া
সুর:জিয়া
অ্যালবামঃ জাহাজী

হয় না

হয় না
কথা:তুহীন
সুর:তুহীন
অ্যালবামঃ জাহাজী

শুভ্র রঙ্গীন

শুভ্র রঙ্গীন
কথা:জিয়া  সুর:জিয়া
অ্যালবামঃ জাহাজী