শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

কালের খেয়া | মেহেদী সবুজ

কালের খেয়া | মেহেদী সবুজ
০৮/০৭/২০১২ রাত ৪:১৫

সভ্যতায় সৃষ্ঠমানব বিরল প্রজাতী।
যার মাঝে বহমান বয়স্রোত;
যে স্রোতের মাঝে বসত করে ‘প্রেম’
জোয়ারে আসে আবার ভাটায় যায় চলে।
যার জনক কোন কালপুরুষ কিংবা
মৃত্তিকায় কোন গর্ভধারীনী নারী।
কালের খেয়া পাড়ী দিয়েছে অযশ্র যুগল,
বীজ দানা এলোমেলো করে ছুঁড়ে ফেলেছে
অচেনা কোন নদীর বাঁকে-
উদ্যান তলে আবার গহীন আধাঁরে।
কদাচিৎ মৃত্তিকা ভেদ করে গলা উঁচিয়ে
বীজগুলো দু’টি হাত মেলে ডাকতে থাকে
তাদের বাবা মায়ের নাম ধরে;
শিউরে উঠে সাড়া জাগায় গায়ের লোমশ!
ততদিনে হেয়ালী চাষীদের ঠিকানা
কালের খেয়া পেরিয়ে অচীনপুরে।
কালের আবর্তনে ফিরে ফিরে আসে
নব্ব নবমিতা চাষীর যুগল,
বপন করে যায় ......
যুগের হাওয়ায় অচেনা পথিপ্রান্তর বটমূলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন