বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

প্রান্তর :: শিরোনামহীন :: বন্ধুতা

প্রান্তর
undefined

কথা: তুহীন/জিয়া
সুর: তুষার


অ্যালবামঃ বন্ধুতা

ছেলেবেলায় ......
ফেলে আসা দীর্ঘশ্বাস
অকারণে কথা বলা
আমার পথচলা

সেই কবেকার হারিয়ে যাওয়া
ঘুড়ি সূতোয় ছন্দমাখা
ছেলেবেলা

দেখি ......
এ খোলা প্রান্তরে
স্বপ্ন আমারই ভেসে যায়
দু’চোখে ......

স্বপ্ন দেখার একদিন
স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায়
গল্প বলার কোনদিন
পুরনো সংলাপে অনেক অজানায়

ছেলেবেলায় ......
ফেলে আসা পথ ধরে
অকারণে কথা বলা
অকারণে পথ চলা

সেই কবেকার দুপুরবেলা
চুপিচুপি ঘুম পালানো
ছেলেবেলা।

কপিরাইটঃ www.Shironamhin.net

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন