বুড়ো সলোমন ভাসছে / Buro Solomon Vashche
আর্টিস্টঃ নচিকেতা / Nochiketa
বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
হাতে কম্পাস-ধ্রুবতারা সম্বল
কাঁপে পাটাতন ভাঁটার টানে।
বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
তার দেশেতে বড় অনাহার
নতুন এক দেশ খোঁজা দরকার।
যে দেশের মাটি হবে উর্বর
মিলে যাবে শস্যের সমাহার।
মাঝি-মাল্লারা তাই দাঁড় টানে,
নতুন উৎসাহ-উচ্ছল প্রানে,
দূরে সাগর-বাজের ডানা রোদ্দুর,
আর বাতাসের ফিসফিস কানে।
বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
তার দেশেতে বড় অনাচার
অত্যাচারীর হাতে শাসন,
তারা শ্রমিকের শ্রম করে চুরি
কৃষকের জমি আগ্রাসন।
সলোমন আর তার মাল্লারা,
সাগর-সাথী তাই, দেশ ছাড়া।
দূরে রঙধনু আকাশের বুকে -
এঁকে যায় বুঝি জীবনের মানে।
বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
আমরাও আছি বড় কষ্টে,
নিজ দেশে আছি পরবাসে,
আমাদের বাঁচবার অধিকার
মৃত-শাসনের নাগপাশে।
বুড়ো সলোমন আজ তুমি ভরসা,
কবে কেটে যাবে দু'চোখের বরষা।
নিশ্চয়ই খুঁজে পাবে তুমি সেই দেশ
চিঠি দিও আমাদের এইখানে।
বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
হেঁইয়া হো, হো হো হো
হেঁইয়া হো, ও ও ও।
Download : ৩.৮ মেগাবাইট
[collected]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন