হারানো জীবন
শিল্পী: বাবনা
ব্যাণ্ড: ওয়ারফেইজ
আকাশে আলো আঁধারী রক্তিম গোধুলির নীল সন্ধ্যা
হৃদয়ে নিঃস্ব একাকী হারানো জীবন খুঁজে ফিরি
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন
আকাশে আলো আঁধারী রক্তিম গোধুলির নীল সন্ধ্যা
হৃদয়ে শুন্য আলাপন হারানো জীবন খুঁজে ফিরি
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন…
ভয় হয় এই শুন্য এই জীবন
বিচ্ছিন্ন আবেগের আলোড়ন
ভয় হয় হারানো এই স্বপন
খুঁজে ফিরি আমি হারানো এ জীবন…
ঘুম নেই জেগে থাকি আজ
রাত্রি কেটে যায় এই স্বপ্ন
শুন্যক্ষন খোলা জানালা চাঁদের আলো
আর এই ছায়া
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন