শনিবার, ২৮ নভেম্বর, ২০০৯

এই শিকল পরা ছল

এই শিকল পরা ছল
Ei shikol pora chol

artist: Kazi Nazrul Islam

মোদের এই শিকল পরা ছল
এই শিকল পরেই
শিকল তোদের করবো রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা
মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা
মোদের সবার বাঁধন ভয়
এই বাঁধন পরেই বাঁধন ভয়কে
করব মোরা জয়
এই শিকল বাঁধা পা নয়
এ শিকল ভাঙ্গা কল।।

ওরে ক্রন্দন নয় বন্ধন
এই শিকল ঝন ঝনা
এ যে মুক্তি পথের অগ্রদূতের
চরণ বন্দনা।
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে
হানছে লাঞ্ছনা
ওদের অস্থি দিয়েই জ্বলবে দেশে
আবার বজ্রানল।

Copyright © 2006-2008 Evergreen Bangla

৩টি মন্তব্য:

  1. গানটি পুরোটা করা হয় নি, মাজখানে দুটি অন্তরা বাদ পরেছে.

    উত্তরমুছুন
  2. গানটি পুরোটা করা হয় নি,মাঝখানে দুটি অন্তরা বাদ পরেছে.

    উত্তরমুছুন

  3. Aushime Mukherjee :


    গানটি পুরোটা করা হয় নি, মাজখানে দুটি অন্তরা বাদ পরেছে.

    উত্তরমুছুন