বুধবার, ২৫ নভেম্বর, ২০০৯

পরিবেশ দিবসে পরিদর্শন

পরিবেশ দিবসে পরিদর্শন



dustbin

* প্রথমেই পরিবেশ নষ্টকারী এক ভাইকে দেখা যাইতেছে। তাহার কমর্কান্ড দেখিয়া দিলে বড় কষ্ট হইতেছে…
— একি ভাই, ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলিয়া রাস্তায় ফেলিলেন যে…
— ওই মিঞা। চোখে কম দেখেন নাকি? দেখতাছেন না ডাস্টবিন উপচিয়ে আবর্জনার স্তুপ অলরেডি রাস্তায় ল্যান্ড করেছে।

* একজন রমনীর সাক্ষাত পাইয়াছি। স্বাস্থ্য দেখিয়া মনে হইতেছে তিনি আদনান সামির দূর সম্পর্কের কোনো আত্নীয়া হইবেন…
— আপা, পরিবেশ উন্নয়নে আমাদের করণীয় কী বলিয়া আপনি ভাবিতেছেন…
— স্বাস্থ্য উন্নয়নে ওল কচুর ভূমিকা কী- এটা ভাবতে ভাবতেই তো শরীর শুকিয়ে তাল গাছ! পরিবেশ উন্নয়নের কথা ভাববার টাইম কই?

poor_man

* দিনহীন এক ভিখারীকে পাওয়া গিয়াছে। দেখা যাক ইনি কি বলেন…
— ভিক্ষুক মহোদয়, বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে যদি কিছু বলিতেন…
— ওই মিয়া, ‌‍দেহেন না জামা-কাপড়ে দূভিক্ষ লাগছে। নিজের বেশেরই ঠিক নাই, আবার পরিবেশ!

গাছ কাটা

* বৃক্ষ কর্তনরত কয়েকজন যুবককে দেখিতে পাইয়াছি। তাহারা সচেতন না হইলে দেশের পরিবেশ কোথায় গিয়া জমিবে, আফসোস!
— মাহতেরাম গণ, ইহা কী করিতেছেন? আপনারা কি অবগত নন যে বৃক্ষ কর্তন পরিবেশের জন্য মারাত্নক হুমকি স্বরূপ…
— জলদি ফুট কইলাম। নাইলে বৃক্ষ কর্তন বাদ দিয়া তোর মুন্ডু কর্তন কইরা শরীরের পরিবেশ পাল্টাইয়া দিমু কইলাম…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন