অশ্রু দিয়ে লেখা এ গান / Osru diye lekha e gaan
artist: Sabina Yasmin
album: Unknown
site: BanglaLyrics.evergreenbangla.com
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একই বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ঐ ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নব মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।
______________
1st corrected by: মুরুব্বী মানুষ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ গানটির কথামালা জন্য। লক্ষ করুন কয়েকটি জায়গায় কিছু ভুল (টাইপিং জনিত কারণে মনে হয়) আছে।
উত্তরমুছুন১। একি (একই) বন্ধনে বাঁধা দু’জনে
২। চিরদিন (যেন বাদ পরেছে) কাছে পায়।
৩। কখনো দূরে যেওনা (এখানে দূরে নাকি অন্য কিছু হবে খেয়াল করুন, আমার মনে হয় দোলে হবে, মানে দলিত হওয়া মানে নষ্ট হওয়া বুঝানো হয়েছে)।।
৪। ওই (ঐ) ফুল বনে পাখি
৫। এই হাত বাড়ানো (জড়ানো) হাতে
৬। মধু কুমকুমে, নাগো (নব মানে নতুন মৌসুম) মৌসুমে,
আশা করি ভুলগুলো ঠিক করে দিবেন, পাঠকের সুবিধা হবে। সামান্য এ ভুলগুলো সবারই হতে পারে। ব্যাপারটা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার শুভ কামনায়- আসসালামু আলাইকুম।
thank u boss, 4 finding the probs.... Come again nd again in my site. Thank u again... bye.... Oalikum Assalam oa Rahmatullahi obarakatuhu
উত্তরমুছুন