শিল্পী আমি (Shilpi Ami Tomaderi Gaan Sonabo)
আর্টিস্টঃ রুনা লায়লা (Artist: Runa Laila)
শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো
তোমাদেরই মন ভরাবো
শিল্পী হয়ে তোমাদেরই মাঝে
চিরদিন আমি রবো
শিল্পী আমি শিল্পী।।
আমিও সুখে দুখে মানুষ গড়েছি স্বপ্নের ফানুস
আছে ভাবনা আছে যাতনা
আছে প্রেম ভালবাসা মনে
সেই প্রেম আমি যে আজ বিলাবো।।
কখনো গান থেমে গেলে আমাকে যেয়োনাকো ভুলে
রেখো মনে তে এই আমি যে
তোমাদের কতো কাছে ছিলাম
স্মৃতি হয়ে চিরদিন বেঁচে রবো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন