Announcements লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Announcements লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

আমিও লিরিকিস্ট...

বিশেষ প্যাঁচাল



আসসালামু আলাইকুম।

সকল নিয়মিত/অনিয়মিত ভিসিটর, কমেন্টরদের জানাই আমার আন্তরিক মোবারকবাদ।

আমার এই সাইটে অনেক দিন ধরে অনেক জন "Submit" পেজ এ অসংখ্য লিরিক অ্যাড করেছেন এবং সেই শুরুর দিকের কথা ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত আজ অব্দি নিয়মিত+অনিয়মিত অনেকেই একান্তই নিজের আগ্রহে একটার পর একটা তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকা বাংলা গানের ভান্ডার থেকে লিরিক যোগ করেই যাচ্ছেন। তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তবে তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। কারণ ধন্যবাদ দিলেই সম্পর্ক শেষ।

কয়েকজন শীর্ষ লিরিকিস্ট, যাদের নাম না বললেই নয়ঃ



  • Bakul - জুলাই 19, 2009 (১টি)




  • arshipriya - নভেম্বর 10, 2009 (১৮টি)*




  • Jeetu - নভেম্বর 30, 2009 (১৮টি)*




  • nayan - জানুয়ারি 4, 2010 (১টি)




  • Hac Himel - এপ্রিল 10, 2011 (২টি)




  • The Shikders Family - জুলাই 12, 2011 (১টি)




  • Avni - ফেব্রুয়ারি 14, 2013 (১টি)




  • Juhi - অগাষ্ট 14, 2013 (১টি)




  • ফোরকান - অগাষ্ট 19, 2013 (১টি)





কিন্তু আমি চাই না তাদের সাথে আমার এই সাইটের সম্পর্ক শেষ হয়ে যাক। কারণ আপনাদের যাদের ব্লগ বা সাইট রয়েছে তারা খুব ভালো ভাবেই অবগত আছেন যে, একজন ভিসিটর হচ্ছেন একটি ওয়েবসাইটের বা ব্লগের প্রাণ। কাজেই শরীরে যদি প্রাণই না থাকলো, তাহলে আর এই নিথর শরীর দিয়ে কি হবে, তাই না?

যাই হোক, আমার লেখার মূল বক্তব্যে আসা যাক। আসলে অনেক অনেক ভিসিটরের বা যারা আমার সাইটের সাথে শুরু থেকেই আছেন, তাদের অনেক মন্তব্যের ভিত্তিতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাই আজকে আপনাদের জানানোর জন্য আমার এই সময় নষ্ট করা লেখা...

আমিও সাইটের একজন লেখক হবোঃ








যদিও আপনি চাইলেই আপনার লেখা গান গুলো লিরিক্সহান্টারের "Submit" নামক পেজ এ লিখে দিতে পারেন এবং পরবর্তীতে আমি সেটি হুবহু আমার সাইটে নির্দিষ্ট ক্যাটাগরীতে পোষ্ট করে দেই। কিন্তু এতে করে হয়তো আপনি আমার জন্য অপেক্ষা করতে হয়, যেটা খুবই যন্ত্রণাদায়ক। অনেক জন আমাকে প্রশ্ন করেছেন যে তারা কি সরাসরি এই সাইটে নির্দিষ্ট গানটি ঠিক নির্দিষ্ট শিল্পীর ঘরে লিখতে পারবেন না?

তাদের জন্য বলছি, হ্যাঁ, এখন থেকে আপনি চাইলেই আপনার পছন্দের লিরিকটি নির্দিষ্ট শিল্পীর ক্যাটাগরীতে পোষ্ট করতে পারবেন ;) । অর্থাৎ আপনাকে আর আমার Modaration/Approve এর জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যখন, যে মুহূর্তে, যে শিল্পীর, যে গানটি লিখে পোষ্ট করবেন, সেটি সাথে সাথে সেখানে অর্থাৎ আমার সাইটের হোম পেজে শো করবে। তার জন্য আপনার যা যা করতে হবে, সেগুলো হলোঃ

[১] ওয়ার্ডপ্রেস এ একটি অ্যাকাউন্ট খোলাঃ



প্রথম শর্তই হচ্ছে, আপনার নিজের ইমেইল দ্বারা ওয়ার্ডপ্রেস.কম এর আন্ডারে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি খুলতে আপনাকে কোন টাকা পয়সা গুনতে হবে না। (যদি আপনি ওয়ার্ডপ্রেস এ ব্লগ খুলতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে এখানে ক্লিক করে ছবি সহ পদ্ধতিটি দেখে নিতে পারেন।)

[২] আমাকে জানানোঃ



দ্বিতীয় শর্ত হচ্ছে, যদি আপনার উপরের কাজ শেষ হয়ে যায়, তাহলে আপনি এখন FeedBack এ ক্লিক করে Name, Email (যে ইমেইল দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগটি খুলেছেন, অবশ্যই সেটি দিবেন। অন্যটি দিলে গ্রহণযোগ্য হবে না।) ও Website (যদি থাকে) ঘর গুলো পূরণ করে শেষে Comment ঘরে আপনার মনের কথা, আগ্রহ আমাকে জানিয়ে নিচের কালো রঙের Submit বক্সে ক্লিক করুন। ব্যস, আপনার কাজ শেষ। আমি আপনার ইমেইলটি পাওয়া মাত্রই আপনাকে লিরিকহান্টাররের একজন সদস্য হিসেবে যোগ করে নিয়ে পারবো। তারপর থেকে আপনি লিরিক পোষ্ট করলেই সেটি সরাসরি আমাদের সাইটের ডাটাবেসে অ্যাড হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের সাইটের হোম পেজে, ফেসবুক পেজে ও টুইটার পেজে এক যোগে পোষ্ট হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে। ;)

# নতুনদের জন্য কিছু স্বাভাবিক প্রশ্ন ও উত্তরঃ



১। কিভাবে লিরিক্সহান্টারে লিরিক্স পোষ্ট করবো? <শীঘ্রই আসছে...>



২। লিরিকে "কভার পিকচার" বা "Featured Images" দিতে চাইলে সেগুলো কোথা হতে পাবো? <শীঘ্রই আসছে...>

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

এখানে প্র্যাক্টিক্যাল এর ছবি আঁকা হয় এবং লেখা হয়... {জীববিজ্ঞান (১ম+২য় পত্র), পদার্থ (১ম+২য় পত্র), রসায়ন (১ম+২য় পত্র)}

আমি (পরিচয় পর্ব হবে যোগাযোগের পরে), সবধরনের প্র্যাক্টিক্যাল খাতার ছবি আঁকি। আপনি যদি একজন এস.এস.সি. অথবা, এইচ.এস.সি. 'র বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হন, তবে অবশ্যই আপনার পদার্থ, রসায়ন এবং বায়োলজি বিষয়ের প্র্যাক্টিক্যাল খাতার প্রয়োজন হয়। আবার আপনি যদি ছবি আঁকতে না পারেন বা, আপনার ছবি আঁকা সুন্দর হয় না, অর্থাৎ আপনি ছবি আঁকতে পারেন না, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে এস.এস.সি. অথবা, এইচ.এস.সি. 'র যে কোন বিষয়ের যেকোনো ছবি এঁকে দিতে পারি। সে জন্য আপনাকে যেটা করতে হবে, তা হলো নিচের দেয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আপনারা সরাসরি আমার সাথে ফোনে আলাপ করতে পারেন। ধন্যবাদ... ;)

আমার সাথে যোগাযোগের ঠিকানাঃ

বাসাঃ 9, রোডঃ ২, ব্লকঃ ডি, সেকশনঃ ৬, মিরপুর, ঢাকা- ১২১৬

[মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখা)'র সংলগ্ন]

Mobile: 01683810728 / 01921253283

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

একটি বিশেষ ঘোষণা !!! [সময় নিয়ে একটু পরে দেখুন]

অশেষ দয়াময় ও পরম করুনাময় আল্লাহ্‌র নামে শুরু করছি...


এই ২০১১ নিয়ে আমাদের আজ প্রায় ৩ বছর হয়ে গেল। এবং ২০১২ টে আপনাদের এই লিরিক্স হান্টার ৪ বছরে পা দেবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ওয়েবসাইট এর সাথে থাকার জন্যে। আমি যখন এই ওয়েবসাইট টির কাজ শুরু করি তখন ভেবেছিলাম হয়ত কিছুদিন পরে আর কাজ করতে ভাল লাগবে না। কিন্তু ওয়েবসাইট টি খোলার এবং অল্পসংখ্যক কিছু বাংলা গানের লিরিক পোস্ট করার পরেই আমি অসাধারণ সাড়া পেলাম আপনাদের কাছ থেকে এবং এর পরে আমি আর পিছু ফিরে দেখলাম না। জানি না আমার এই ওয়েবসাইটটিকে আমি কতদূরে নিয়ে যেতে পারবো, তবে আমার বিশ্বাস যে, আপনারা শুরু থেকে এখনও পর্যন্ত আমাকে যেভাবে সাহায্য করেছেন এই ওয়েবসাইট টি গড়ে তোলার জন্যে, সে জন্যে আমি অনেক অনেক বেশী কৃতজ্ঞ। না, আপনাদের আমি "ধন্যবাদ" দিয়ে ছোট করতে পারবো না। তবে এতটুকু বলব, আপনারা আমার পাশে আছেন, থাকবেন যেন আমি আপনাদের ভাল কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ।

আরেকটা কথা। আমি আমার এই ওয়েবসাইটে লিরিক লেখার জন্য লেখক খুঁজছি। কারন, আমার একার পক্ষে বাংলা ভাষার সব লিরিক পোস্ট করা দুঃসাধ্য ব্যাপার। আমি চাই, আপনারা যারা বাংলা গানের অন্ধ ভক্ত, তারা আমার সাথে কাজ করেন এবং এই ওয়েবসাইট টিকে ইন্টারনেট এর সবচেয়ে বড় "লিরিক কমিউনিটি" হিসেবে গড়ে তুলতে অবদান রাখুন।

আমার সাথে যোগাযোগ করতে এবং আপনাদের এই ওয়েবসাইটে কাজ করতে আগ্রহী হলে আমাদের ফিডব্যাক পেজ এ ভিসিট করে ছোট করে একটা কমেন্ট লিখুন। ধন্যবাদ...
আর অবশ্যই আমাদের ফেসবুক ফ্যান পেজ এ ভিসিট করতে এবং LIKE করতে ভুলবেন না যেন। [যদি আমাদের এই প্রয়াস আপনার ভাল লেগে থাকে]

ধন্যবাদান্তে,
শাওন (অ্যাডমিন) ;)
md.mehedihassanshawon[at]gmail.com
www.facebook.com/shawon2010

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

[MUST READ!!!] "Stay Tuned With LyricsHunter EVERY WHERE... ;)"

Hey frndz, connect with us @ FaceBook.com in our



1. Friendly Account,


2. Official FanPage.


[caption id="attachment_5006" align="aligncenter" width="500" caption="Click 2 Visit and Go..."][/caption]

and,




[caption id="attachment_5007" align="aligncenter" width="500" caption="Click On the Image 2 Visit our FaceBook Fan Page and Like US..."][/caption]

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

No. 01 Bangla Lyrics WebSite in the Web...

Hey friends, You are in the home of "LyricsHunter.wordpress.com" which is the No 1 website based on Bangla Lyrics with Guitar Chords and Tabs. Just Use our Search Box to find your desire lyric(s)...

Here we add so much bangla lyrics, so that you can find yours easily.

At first Thanks to Almighty ALLAH WHO give me the sense to build up this site and everyone for visiting our "LyricsHunter.wordpress.com". As soon as we purchase a domain-hosting for our LyricsHunter and give you the best Service.

Contact: md.mehedihassanshawon@yahoo.com

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০১১

Gmail hacked in BD

It was the incident about a week ago. Many internet users was unable to log in to their Gmail inbox, though the sign in page was visible, but after the users inserted their log in details - username and password, the whole browser window decreased in size, circled and the hacker's uploaded web page has came in focus............................................. ! ! !

Want 2 watch the video? Just go to our friends site @ SHIKDER EMPIRE and enjoy this eXclusive video.... Have a nice day... ;)

 

Source:  SHIKDER EMPIRE

Author: G.M. Sujon

Copyright © 2011 -  G.M. Sujon

বুধবার, ১৩ জানুয়ারী, ২০১০

Launched LyricsDemon Forum

Our new forum is launched at 2:00 pm in January 12, 2010. We think that we can get the touch of visitors with this forum. Just visit the forum at Here or, visit "Our Forum" page and register for free for full access. Thanks...