বিশেষ প্যাঁচাল
আসসালামু আলাইকুম।
সকল নিয়মিত/অনিয়মিত ভিসিটর, কমেন্টরদের জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
আমার এই সাইটে অনেক দিন ধরে অনেক জন "Submit" পেজ এ অসংখ্য লিরিক অ্যাড করেছেন এবং সেই শুরুর দিকের কথা ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত আজ অব্দি নিয়মিত+অনিয়মিত অনেকেই একান্তই নিজের আগ্রহে একটার পর একটা তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকা বাংলা গানের ভান্ডার থেকে লিরিক যোগ করেই যাচ্ছেন। তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তবে তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। কারণ ধন্যবাদ দিলেই সম্পর্ক শেষ।
কয়েকজন শীর্ষ লিরিকিস্ট, যাদের নাম না বললেই নয়ঃ
কিন্তু আমি চাই না তাদের সাথে আমার এই সাইটের সম্পর্ক শেষ হয়ে যাক। কারণ আপনাদের যাদের ব্লগ বা সাইট রয়েছে তারা খুব ভালো ভাবেই অবগত আছেন যে, একজন ভিসিটর হচ্ছেন একটি ওয়েবসাইটের বা ব্লগের প্রাণ। কাজেই শরীরে যদি প্রাণই না থাকলো, তাহলে আর এই নিথর শরীর দিয়ে কি হবে, তাই না?
যাই হোক, আমার লেখার মূল বক্তব্যে আসা যাক। আসলে অনেক অনেক ভিসিটরের বা যারা আমার সাইটের সাথে শুরু থেকেই আছেন, তাদের অনেক মন্তব্যের ভিত্তিতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাই আজকে আপনাদের জানানোর জন্য আমার এই সময় নষ্ট করা লেখা...
আমিও সাইটের একজন লেখক হবোঃ
যদিও আপনি চাইলেই আপনার লেখা গান গুলো লিরিক্সহান্টারের "Submit" নামক পেজ এ লিখে দিতে পারেন এবং পরবর্তীতে আমি সেটি হুবহু আমার সাইটে নির্দিষ্ট ক্যাটাগরীতে পোষ্ট করে দেই। কিন্তু এতে করে হয়তো আপনি আমার জন্য অপেক্ষা করতে হয়, যেটা খুবই যন্ত্রণাদায়ক। অনেক জন আমাকে প্রশ্ন করেছেন যে তারা কি সরাসরি এই সাইটে নির্দিষ্ট গানটি ঠিক নির্দিষ্ট শিল্পীর ঘরে লিখতে পারবেন না?
তাদের জন্য বলছি, হ্যাঁ, এখন থেকে আপনি চাইলেই আপনার পছন্দের লিরিকটি নির্দিষ্ট শিল্পীর ক্যাটাগরীতে পোষ্ট করতে পারবেন ;) । অর্থাৎ আপনাকে আর আমার Modaration/Approve এর জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যখন, যে মুহূর্তে, যে শিল্পীর, যে গানটি লিখে পোষ্ট করবেন, সেটি সাথে সাথে সেখানে অর্থাৎ আমার সাইটের হোম পেজে শো করবে। তার জন্য আপনার যা যা করতে হবে, সেগুলো হলোঃ
[১] ওয়ার্ডপ্রেস এ একটি অ্যাকাউন্ট খোলাঃ
প্রথম শর্তই হচ্ছে, আপনার নিজের ইমেইল দ্বারা ওয়ার্ডপ্রেস.কম এর আন্ডারে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি খুলতে আপনাকে কোন টাকা পয়সা গুনতে হবে না। (যদি আপনি ওয়ার্ডপ্রেস এ ব্লগ খুলতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে এখানে ক্লিক করে ছবি সহ পদ্ধতিটি দেখে নিতে পারেন।)
[২] আমাকে জানানোঃ
দ্বিতীয় শর্ত হচ্ছে, যদি আপনার উপরের কাজ শেষ হয়ে যায়, তাহলে আপনি এখন FeedBack এ ক্লিক করে Name, Email (যে ইমেইল দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগটি খুলেছেন, অবশ্যই সেটি দিবেন। অন্যটি দিলে গ্রহণযোগ্য হবে না।) ও Website (যদি থাকে) ঘর গুলো পূরণ করে শেষে Comment ঘরে আপনার মনের কথা, আগ্রহ আমাকে জানিয়ে নিচের কালো রঙের Submit বক্সে ক্লিক করুন। ব্যস, আপনার কাজ শেষ। আমি আপনার ইমেইলটি পাওয়া মাত্রই আপনাকে লিরিকহান্টাররের একজন সদস্য হিসেবে যোগ করে নিয়ে পারবো। তারপর থেকে আপনি লিরিক পোষ্ট করলেই সেটি সরাসরি আমাদের সাইটের ডাটাবেসে অ্যাড হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের সাইটের হোম পেজে, ফেসবুক পেজে ও টুইটার পেজে এক যোগে পোষ্ট হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে। ;)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন