রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

পথ হারানো - ডামাডোল (২০১৩) [Poth Harano lyrics by Damadol movie - 2013]

পথ হারানো
ছবিঃ ডামাডোল
শিল্পীঃ দিবেন্দু গাঙ্গুলি
প্রকাশকালঃ ২০১৩
Requested by: Rohit Roy

চল না যাই এমনি হায়,
কেউ না যেন বুঝতে পারে,
অচেনা মুখ সন্ধ্যে নামুক,
রেখেছি মন বন ফায়ারে...

রাখো একলা আগুন,
রাখো অল্প আঁচে আমার,
ছড়ানো থাকুক চোখ, চোখের ভীষণ কাছে আবদার,
আমার আত্মার এই বিকেলে এক...

পথ হারানো ঠোঁটের দিকে,
এই অন্ধকারে একা, এই অন্ধকারে,
পথ হারানো ঠোঁটের দিকে,
এক অন্ধকারেই দেখা, আজ অন্ধকারে...

খুব চুপ করে এই শহরে,
কেন যেন সন্ধ্যে নেমে আসে,
মুখের আলোয় লন্ঠন জ্বালো,
রাত গল্প ভালোবাসে...

দুটো চোখে কথা, ঘেরা টোপে তোমার থাকতে চায়,
এই নীরবতা, মনের কথাই আজ গেয়ে শুনাই,
রাতের চোখ দুটো ঝিকেমিকে...

পথ হারানো ঠোঁটের দিকে,
এই অন্ধকারে একা, এই অন্ধকারে,
পথ হারানো ঠোঁটের দিকে,
আজ অন্ধকারেই দেখা, আজ অন্ধকারে...

৪টি মন্তব্য: