Tomay Vebe
Artist: Crematic x Republic (Mixed Band)
Album: Unknown
রোদ্দুর হাসা সেই বিকেলে
আনমনে শুধু তোমায় ভেবে
নীরবে পৃথিবীকে না জানিয়ে
পৌঁছে যাই তোমার লেখা কবিতাতে
আর যদি তুমি থাকতে পাশে
লিখে দিতাম তোমার ওই ঠোঁটে
নীরবে, নিভৃতে......
আমার এই গানটাকে
হিমেল হাওয়া আনমন এই সন্ধাতে
শুধু তোমায় ভেবে
পৌঁছে যাই সোজা ওই মেঘের মাঝে
ভেসে বেড়াই অনেক দূর আকাশে
বৃষ্টি ঝরা রাতের বেলাতে
শুধু তুমি আমার পাশে
অবাধ্য আমি তোমার হাত ধরে
ভিজে যাই ওই বৃষ্টির মাঝে...
Download "Tomay Vebe"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন