মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

আমার একটা নদী ছিল

আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ...

আমার একটা নদী ছিল


artist: Pothik Nobi

আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ

সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ

বাঁক ছিল তার শাঁখে শাঁখে
শাঁখে শাঁখে বাঁকে বাঁকে
বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন