বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

Tomar Jonno Nilche Tara

tomar jonno nilche tarar ektu khani alo,
vorer rong rater mishkalo.
kath golaper shadar maya mishiye diye vabi
abcha nil tomar lage valo...

Arnob from the album HOK KOLOROB

Tomar Jonno Nilche Tara
artist: Arnob
album: Hok Kolorob

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বলে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন