মনে পড়ে রুবী রায়
মনে পড়ে রুবী রায় কবিতায় তোমাকে
একদিন কতো করে ডেকেছি
আজ হায় রুবী রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি?
রোদজ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নামতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনদিন ভাবতে?
দ্বীপজ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সেতো আসেনি তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
মনে পড়ে রুবী রায় কবিতায় তোমাকে
একদিন কতো করে ডেকেছি
আজ হায় রুবী রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি?
I have went through the whole site of yours and I indeed enjoyed the site, specially the style of yours. Thanks for providing me with the nice tips.
উত্তরমুছুনআপ্নাকেও ধন্যবাদ রবিন ভাই... ;)
উত্তরমুছুন