রবিবার, ১৭ জুলাই, ২০১১

Ghum Gari

Ghum Gari
Artist: Arnob
Movie: Dip Nevar Agey(দীপ নেভার আগে)

চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)

শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
রাইখা স্বাদের বসত বাড়ী (২)
স্বাধের সংসার পিছে থুইয়্যা
আজ দেবে পাড়ী (২)
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি

ঘুম গাড়ি তোর যায়রে চইলা
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (২)

জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাই (২)
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
হায় রে
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে

চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন