বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

Heshe Khele Ei Monta Amar

হেসে খেলে এই মনটা আমার
ব্যান্ড – ফিডব্যাক
এ্যলবাম – স্টারস (মিক্সড)

হেসে খেলে এই মনটা আমার
কেড়ে নিলে এত সহজেই
এ যে প্রতারনা তা জানি না
কেঁদে কেটে এই মনটা আমার
অবহেলা আর অতৃপ্ততায়
জুটলো বেদনা আর কিছু না

তোমার প্রেমে ধন্য হয়ে
অতঃপর কত পূর্ন ভেবে
এক সোনার আলো এসেছিলো
আমার জানালায়
মন হয়েছিলো কাব্যময়
অপরূপ এক কল্প হয়
প্রান উজার করে আমি
লিখেছিলাম কবিতা

ব্যথা পেয়ে এত আর্ত হয়ে
ভিক্ষে চেয়েছি শান্তনা
একা আঁধার ঘরে আমার
ঘুম আসেনা
এই মনে শুধু রিক্ততা
কেউ আমার বন্ধু না
একা চলার পথে আমায়
কেউ ডেকো না

হেসে খেলে এই মনটা আমার
কেড়ে নিলে এত সহজেই
এ যে প্রতারনা তা জানি না
কেঁদে কেটে এই মনটা আমার
অবহেলা আর অতৃপ্ততায়
জুটলো বেদনা আর কিছু না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন