মঙ্গলবার, ৭ জুন, ২০১১

আকাশ দেখে দেখে

আকাশ দেখে দেখে
আর্টিস্টঃ আদিত ft. এলিটা
অ্যালবামঃ অজানা

আকাশ দেখে দেখে দু'চোখ ভেজে জলে
ভাবি কেমন করে তুমি এমন পাথর হলে
হৃদয় দিয়ে অনুভব করি আমার র্দীঘশ্বাস
আকাশের মাঝে খুজি আমার হারানো আকাশ. . .

মুখোশ দেখে দেখে হৃদয় ক্লান্ত হলে
ভাবি এইভাবে তুমি কেনো বদলে গেলে
অবাক হয়ে অবিরত শুনি আমার দীর্ঘশ্বাস
আকাশের মাঝে খুজি আমার হারানো আকাশ. . .


কবিতা:
সময় বদলে যায় মানুষগুলো হয়ে যায় অনেক হিসাবী
শুধু আমি পারিনা,আমি হয়ে থাকি বেহিসাবী।
বদলাতে পারিনা,এগুতে পারিনা,ভুলতে পারিনা
আমার স্মৃতিতেই বসবাস,আমার তোমাতেই বসবাস।
কেমন আছো তুমি?ভাবছো কি এখনো আমায়?
কখনো না,কোনোদিন ও না. . .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন