মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

এল বনান্তে পাগল বসন্ত

এল বনান্তে পাগল বসন্তে
lyric: Kazi Najrul Islam
source: http://banglalyrics.evergreenbangla.com/

এল বনান্তে পাগল বসন্ত।
বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত।
বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর,
পান্ডু-কপোলে জাগে রং নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত।।
কিশলয়ে-পর্ণে অশান্ত ওড়ে তা’র অঞ্চল প্রাস্ত।
পলাশ-কলিতে তা’র ফুল-ধনু লঘু-ভার,
ফুলে ফুলে হাসি অফুরন্ত।
এলো মেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে।
অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে।
জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।

——————
পরজ-বসন্ত / ত্রিতাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন