মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
lyric: Kazi Najrul Islam
source: http://banglalyrics.evergreenbangla.com/

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।
ভাঙবে সভা, বসব একা রেবা-নদীর তীরে–
তখন এসো ফিরে।।
গীত শেষে গগন-তলে
শ্রান্ত তনু পড়’বে ঢ’লে
ভালো যখন লাগবে না আর সুরের সারেঙ্গীরে,
তখন এসো ফিরে।।
মোর কন্ঠের জয়ের মালা তোমার গলায় নিও
ক্লান্তি আমার ভুলিয়ে দিও, প্রিয় হে মোর প্রিয়।
ঘুমাই যদি কাছে থেকো
হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজব তোমায় আকুল অশ্রু-নীরে–
তখন এসো ফিরে।।

—————-
রাগপ্রধান / কাহারবা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন