মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে-
আমার প্রলয়-সুন্দর এলে।।...

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
lyric: Kazi Najrul Islam
source: http://banglalyrics.evergreenbangla.com/

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে-
আমার প্রলয়-সুন্দর এলে।।
পথে পথে ঝরা- কুসুম ছড়ায়ে,
রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে-
রুদ্ধ-ভবনের দুয়ার ঠেলে।।
বৈশাখী পূর্নিমা চাঁদের তিলক
তোমারে পরাব,
মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া
সুরধুনি ঝরাব।
যে মালা নিলেনা আমার ফাগুনে,
জ্বালাব তারে তব রূপের আগুনে,
মরণ দিয়া তব চরণ জড়াব
হে মোর উদাসীন, যেওনা ফেলে।।

————
শুদ্ধ সারং / ত্রিতাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন