মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

নিশি নিঝুম ঘুম নাহি আসে

নিশি নিঝুম ঘুম নাহি আসে,
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।...

নিশি নিঝুম ঘুম নাহি আসে
lyric: Kazi Najrul Islam
source: http://banglalyrics.evergreenbangla.com/

নিশি নিঝুম ঘুম নাহি আসে,
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।
বিহগী ঘুমায় বিহগ-কোলে,
শুকায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে।
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।
ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি,
শিয়রের দীপ হায়, অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।
কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ-মাখা মুখ গুন্ঠনে ঢাকি।
দিন যায় দিন গুণে নিশি যায় নিরাশে।।

————–
বেহাগ / ত্রিতাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন