Krishnokoli লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Krishnokoli লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

ইচ্ছে মতোন - কৃষ্ণকলি

ইচ্ছে মতোন

শিল্পীঃ কৃষ্ণকলি

here is the lyrics.....

ইচ্ছেমতন রোদ জ্বলে যায়
ইচ্ছেমতন জলের কণা মেঘ
ইচ্ছেমতন হাসতে হাসি
বেহাত শুধু খেদ।

ইচ্ছেমতন ইচ্ছে গুলি
করছে উড়াউড়ি
ইচ্ছেমতন ঘোরাও লাটিম
ইচ্ছেমতন ঘুড়ি।

বর্ণভেদী জলের মতন
ইচ্ছে থাকে স্থির
মন খারাপের রঙ গুলো তাও
করছে চোখে ভীড়।

ইচ্ছে মতন কাজ খুজে নেই
ইচ্ছেমতন কাম
নিরুৎসাহে জ্বলতে থাকে
অন্ধকূপের ঘাম।

ঝাড় জংগলে মা মংগলে
রেহাই ঠেকায় সেই
প্রাত সন্ধ্যায় প্রত্যহ তাই
পায়ের কাছে দীপ তবু
ইচ্ছে সবার ভীন।

ইচ্ছেমতন রোদ জ্বলে যায়
ইচ্ছেমতন জলের কণা মেঘ
ইচ্ছেমতন হাসতে হাসি

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

"Vashchi Aha - ভাসছি আহা" Lyrics by "Krishnokoli"

ভাসছি আহা/Vashchi Aha


আর্টিস্টঃ কৃষ্ণকলি/Krishnokoli

হাত ধরেছি হাঁটছি পথে
কড়া দুপুর জোছনা রোদে
ভিজে বিকেল চুল উড়ে যায়
মন ভিজে যায় দূর্বা ঘাসে

শান্ত নীরব রাতের কোণে
বিজলী হাসি চিলকি মারে
তাল যমুনার বান কেটেছে
দুয়ার ধরে ভাসছি হাতে

ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
সেই সে দুপুর সেই সে রাতে

ভাসছি আহা খুঁজছি আহা
ভাবছি আহা ভাসছি আহা
খুঁজছি আহা ভাবছি আহা
ভাবনা বিলাস ভাবনা সুখে

নাকের ফুলে কানের দুলে দোদুল দোলে
তাল হারাবার নিঠুর তালে
এই মহাকালে.....

শনিবার, ২ জানুয়ারী, ২০১০

আজ ঝড় ভালোবাসা

আজ ঝড় ভালোবাসা
artist: কৃষ্ণকলি ইসলাম
album / এলবাম: সূর্যে বাঁধি বাসা

আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি
অঙ্গনে আমার..
নেচে নেচে চেয়ে থাকি
দূর পানে আমার…

আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে গাওয়া
ঢেউ তুলে নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া

আকাশ, নীল আকাশ
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা
আকাশ বুকে নিয়ে হাসা

সোনা সোনা, সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্য রকম
খুব অন্য কিছু
খুব ভালো…

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com

রবিবার, ১৫ নভেম্বর, ২০০৯

Bodhua

Bodhua
artist: Krishnokoli
album: Surje badhi basha
...
Submitted by: Arshipriya
Date: November 15, 2009
...

boshekhe te rong makhibi ke ke aay re..
o bodhua..
tor chulte keno fuul nei re hay.

jonak jole jhikmik jhikmik kore,
buker moddhe boshekher jhor otthe.
shajhbela te jhor utthhile..
alta paye..alto kore..aam kurbi kochor vore..o bodhua.

arey shada theke hobe ki re haat paay alta laga.
mone j rong kajol chhilo lal kajole shaja..o bodhua.
mon theke ja fuul tulibi tai diye chul shajayo..bodhua..

Shatkahon

Shatkahon
artist: Krishnokoli
album: Surje badhi basha
...
Submitted by: Arshipriya
Date: November 15, 2009
...

gaichhi tomar shatkahon.
gaichhi abar shatkahon.
ak kahone kakon harai,
ak kahone harai bahon.

durbar din shese durgomo raat.
durgomo prantore dhu dhu morushar.
eka haat hatre jontrona shar.

gaichhi tomar shatkahon,
gaichhi abar shatkahon…
gonga jole pora chondraboti.
shurhara dui chokhe sopno dekhi.

ak khana chad ar ak fali hashi,
mitthhe chokhe cheye bolo klantite vashi.
beder nouko badha mohuar dol..
buke chhuri mukhe hashi chokhe nei chhol.

gaichhi tomar shatkahon…

শনিবার, ১১ এপ্রিল, ২০০৯

Age Jodi Jantam Re Bondhu

Age jodi jantam re bondhu
আগে যদি জানতাম রে বন্ধু (মনপুরা)
কথা ও সুর: কৃষ্ণকলি ইসলাম
কন্ঠ : মমতাজ ও কৃষ্ণকলি

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।

উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০০৯

Shonaro palongker ghore - সোনার ও পালঙ্কের ঘরে

সোনার ও পালঙ্কের ঘরে
ছবি/অ্যালবাম: মনপুরা
শিল্পী: কৃষ্ণকলি

সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে...

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,
এপার ওপার কোন পার একা (২ বার)

যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে...

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,
মনে বন্ধু বড় আসা (২ বার)

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে,

সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে...



Shonar o palongker ghore


Movie/Album: Monpura


Singer/Artist: Krishnokoli



shonar o palongker ghore, likhe rekhe chilam nare/dare,


jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...



buker vetor nona batha, chokhe amar jhore kotha,


epar opar kon par eka (2times)



jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...



mejher opor akash ore, nodir opar pakhir basha,


mone bondhu boro asha (2times)



jao pakhi jare ure, tare koiyo amar hoye,


chokh jole lay dekhbo tare, mon chole jay odur dure,



jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...



shonar o palongker ghore, likhe rekhe chilam nare/dare,


jao pakhi bolo tare, she je no vole na more,


shukhe theko valo theko, mone rekho e amare...