Age jodi jantam re bondhu
আগে যদি জানতাম রে বন্ধু (মনপুরা)
কথা ও সুর: কৃষ্ণকলি ইসলাম
কন্ঠ : মমতাজ ও কৃষ্ণকলি
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।
উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।
need tab of this song
উত্তরমুছুনআপনাকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনApnakeo Onek dhonnobad @ Rashed
উত্তরমুছুন