আজ ঝড় ভালোবাসা
artist: কৃষ্ণকলি ইসলাম
album / এলবাম: সূর্যে বাঁধি বাসা
আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি
অঙ্গনে আমার..
নেচে নেচে চেয়ে থাকি
দূর পানে আমার…
আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে গাওয়া
ঢেউ তুলে নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া
আকাশ, নীল আকাশ
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা
আকাশ বুকে নিয়ে হাসা
সোনা সোনা, সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্য রকম
খুব অন্য কিছু
খুব ভালো…
Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন