আজ ফিরে না গেলেই কি নয় / Aj fire na geley ki noy
artist: মিতালী মুখার্জী, তপন চৌধুরী
album: Unknown
আজ ফিরে না গেলেই কি নয়
সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না
নির্জনে বসি আরো কিছুটা সময়
কিছুটা সময়
ঘাসের আঙিনায় আধো শোয়া
তোমার আমার মুখ জোছনা ধোয়া
এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া
এ যেন নতুন করে তোমাকে পাওয়া
এ যেন নতুন পরিচয়
এমন রুপালী রাত নাই হোক ভোর
শিশির ছুঁয়ে যাক উষ্ণ অধর
এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা
এ যেন নীরব কোন কাব্য লেখা
এ যেন সুখের অনুনয়
Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন