আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন উপায়ে ফোল্ডার হিডেন করে রাখি। অনেকে আবার এর জন্য সফটওয়্যারও ব্যবহার করি। আপনি ইচ্ছে করলে কমান্ড প্রম্পটের মাধ্যমে ফোল্ডার লুকিয়ে রাখতে পারেন এবং পদ্ধতি না জানলে আপনি ছাড়া কেউই ফোল্ডারটি খুঁজে বের করতে পারবে না।
এবার আসা যাক আসল কথায়। ধরুন, আপনি D ড্রাইভে PICTURE নামের একটি ফোল্ডার লুকিয়ে রাখতে চান। এজন্য প্রথমে Command Prompt খুলুন।
- Start>Run>cmd টাইপ করে Enter চাপুন।
- নতুন একটি Command Prompt খুলবে।
- Hide করার জন্য লিখুন ATTRIB +S +H D:\PICTURE
- আবার ফিরে পেতে লিখুন ATTRIB -S -H D:\PICTURE
এবার Folder Options এ গিয়ে Show hidden files চেক করে বেরিয়ে আসুন। দেখুন Hide করা ফোল্ডারটি দেখা যাচ্ছে না। ফোল্ডারটি দেখতে হলে View ট্যাবে Hide protected operating system files আনমার্ক করুন। এই পদ্ধতি না জানলে কেউই ফোল্ডারটি খুঁজে পাবে না। এখন ফোল্ডারটির উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন। দেখুন এখানে Hidden অপশনটি Disable করা। অর্থাৎ আপনি ছাড়া কারও পক্ষে ফোল্ডারটি Visible করা সম্ভব নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন