বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

ঘুমের ছায়া চাঁদের চোখে

ঘুমের ছায়া চাঁদের চোখে
শিল্পীঃ তালাত মাহমুদ
কথাঃ প্রণব রয়
মিউজিক কম্পোজারঃ কমল দাশগুপ্ত

ঘুমের ছায়া চাঁদের চোখে এ মধু রাত নাহি বাকি
এ মধু রাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে জাগি মুদীর তব আঁখি
মুদীর তব আঁখি।।
যে আঁখিতে লাজ ছিল গো সেথা প্রেমের ভাষা
যে আঁখিতে লাজ ছিল গো সেথা প্রেমের ভাষা
হিয়া যে চাহে এ মধু রাতে পরাতে তোমায় মিলন রাখি।।
আধো জোছনায় আবেশ লাগে অধর নিরব শুধু নয়ন জাগে
আধো জোছনায় আবেশ লাগে অধর নিরব শুধু নয়ন জাগে।।
হৃদয় কহে আমি তোমারি নিরব ভাষায় সাথিরে ডাকি
হিয়া যে চাহে এ মধু রাতে পরাতে তোমায় মিলন রাখি।।
হয়ত এ নিশী সারা জীবনে আসিবে না ফিরে কোনো ক্ষণে
হয়ত এ নিশী সারা জীবনে আসিবে না ফিরে কোনো ক্ষণে।।
ক্ষণিক মিলনে মিলেছি দুজনে রাত জাগা দুটি পাখি
রাত জাগা দুটি পাখি।।
হিয়া যে চাহে এ মধু রাতে পরাতে তোমায় মিলন রাখি।।

1 টি মন্তব্য:

  1. মন .......! মনের কথা বলি কারে মনই সুধু জানে তোমার কথা ভাবতে গেলে মন আমার কাঁদে, মনের ভিতরে লুকিয়ে আছে তোমার ভালোবাসা , যেদিন তুমি বুজতে পারবে ভালোবাসা কাকে ববলে সে দিন পাবে না আমার দেখা , এই জনমে পাইনি তোমাই পরো জন্মে যেন পাই, এই টুকু আশা নিয়ে আমি নিলাম বিদায়?

    উত্তরমুছুন