বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

তুমি কি যে বলো বুঝিনা

Tumi ki je bolo bujhina
artist: Hemanta Mukhopadhyay
lyricist: Pulak Bondyopadhyay


তুমি কি যে বলো বুঝিনা
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ পুলক বন্দপাধ্যায়

তুমি কি যে বলো বুঝিনা
তুমি কি যে বলো বুঝিনা।।

তোমার মুখের পানে চাহিলে
আমি কিছু শুনিনা
কি যে বলো বুঝিনা।।

হয়ত অনেক কথা দিয়ে যাও
আমারো মনের কথা নিতে চাও
দুটি হৃদয়ের কথামালা
হৃদয়ে গাঁথা থাকে পরিনা পরাতে পারিনা
তুমি কি যে বলো বুঝিনা।।

তার চেয়ে চোখে নয় রাখ ছখ
এভাবে দুজনার কথা হোক।।

শুধু বুক ভরা ভালবাসা
যেখানে পাঠায় ভাষা
সে ভাষায় হেসো বলিনা।।
তুমি কি যে বলো বুঝিনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন