বুধবার, ২৫ মে, ২০১১

চলিতে চলিতে পথে

Cholite Cholite Pothe
Artist: Hemanta Mukhopadhyay / Hemant Kumar
Album: Unknown
Lyricist: Pulak Bandyopadhyay

চলিতে চলিতে পথে
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় / হেমন্ত কুমার
অ্যালবামঃ অজানা
কথাঃ পুলক বন্দোপাধ্যায়

চলিতে চলিতে পথে তোমায় দেখে
কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম।
মনে মনে হল যেন কত যুগ যুগ ধরে
তোমায় দেখব বলে এখানে ছিলাম।।

বৈশালী নগরে কত উপবনে
কাঞ্চি রাজ্যে আর কোশল দেশে
খুঁজেছি তোমায় আমি কতো কতো বার
কখনো দাওনি দেখা কোথাও এসে।

সেই শিলালিপি থেকে আজকে আমি
নতুন আলোর এক কবিতা পেলাম।।
চলিতে চলিতে পথে।।

সুরসিকা নিপুনিকা কতো হাসি হেসেছি
বিলোল চাওনি আর ভুরু বিলাসে
এতটুকু দাগ তবু কাটেনি মনে
ফিরেছি পান্থ আমি পথের পাশে
সেই পথ এতদিনে বলল আমায়
জীবনে প্রথম আমি পথ হারালাম।

কপিরাইট © ২০১১ | লিরিক্সডেমন.ওয়ার্ডপ্রেস.কম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন