যে কোন কম্পিউটার এ ইমেইল আইডি পাসত্তয়ার্ড হ্যাক ২ সেকেন্ডে
টিউন করেছেন : swordfish | প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর, ২০১০ | 3,634 বার দেখা হয়েছে | 46
চমকে গেলেন! চমকে যাত্তয়ারই কথা। আজকে যে সফটত্তয়্যারের কথা আপনাদেরকে বলবো সেটি দিয়ে যে কোন কম্পিটারের ব্যবহারকারীর ইমেইল এবং পাসত্তয়ার্ড খুজে বের করা যায়। এজন্য আপনার একটি পেনড্রাইভার দরকার হবে। জিপ করা ফাইলটি পেনড্রাইভ এ আনজিপ করে পেনডাইভটি খুলে আবার কম্পিউটারে লাগিয়ে দিন। এবার launch.bat File টিতে ক্লিক করুন। এবার .TXT ফরম্যাটের সব ফাইলগুলো ত্তপেন করে দেখুন। কী? নিজেই পরীক্ষা করে দেখুন হাতে নাতে।নিচে ছবি দেত্তয়া হল>>>>
>>>ডাউনলোড<<<
এই সফটত্তয়্যার থেকে বাচার উপায়? কেননা যেকেউই অপপ্রয়োগ চালাতে পারে আপনার নিজের কম্পিউটারে। তাই এন্টিভাইরাস ব্যবহার করুন নিয়মিত আপডেট করা হয়েছে এমন গুলো। আর মজিলার history এবং password অপশন চেক করুন। কেননা এতে পাসত্তয়ার্ড এর তথ্য জমা থাকে। যারা সাইবার সেন্টার ব্যবহার করে থাকেন তাদের জন্য এটি অনেক জরুরী।
তবে অবশ্যই একটি কথা বলা দরকার দয়া করে কারো ক্ষতি করবেন না এই সফটত্তয়্যার
দিয়ে। সবাইকে ধন্যবাদ।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন