miles lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
miles lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

তুমি আমার চোখে চেয়ে - মাইলস

তুমি আমার চোখে চেয়ে

আর্টিস্টঃ মাইলস

তুমি আমার চোখে চেয়ে
আশার প্রদীপ জ্বেলেছিলে
হাতে হাত রেখে বলেছিলে
চিরদিন আমার হয়ে থাকবে

আমি তো সেই দিন থেকে
তোমার পথ চেয়ে থেকে
ভালোবাসার স্বপ্ন দিয়ে
তোমাকে আমার করে নিলাম
কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ জ্বেলেছিলাম

হঠাত্‌ একদিন তুমি বললে
তোমাকে ভুলে যেতে
পেরিয়ে গেলে আমার প্রহর
কারো আশার প্রদীপ জ্বেলে দিয়ে

আমি তো সেই দিন থেকে
তোমার আশায় থেকে
নিরাশে ফিরে গেলাম
তোমার স্মৃতি বুকে নিয়ে
কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ নিভে দিলাম

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে - মাইলস (Bangla Lyrics + Mp3)

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে


ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা


Free Download "Dhiki Agun Jole" mp3 song by Miles


Click on the Image Below...


...Download...

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

দিন গেলো আবার দিন ফিরে এলো - মাইলস

দিন গেলো আবার দিন ফিরে এলো

আর্টিস্টঃ মাইলস

দিন গেলো আবার দিন ফিরে এলো
সেই তুমি গেলে আর ফিরে এলে না
কোথায় আছো তুমি কেমন আছো
একবারও কেন তুমি দেখা দিলে না

আমায় ছেড়ে যদি চলেই যাবে
ইশারায় কেন কাছে ডাকলে
এতো কাছে এসে ভালোবেসে
অজানায় কেন সরে থাকলে
জীবনটা আমার বদলে গেল
স্বপ্নগুলো আজ শূন্য হলো

তোমার চোখে আজ দুচোখ রেখে
সুখের আড়ালে বিরহ দেখি
আবার নতুন করে আসবে তুমি
সেই আশায় পথ চেয়ে থাকি

যে মন তোমায় ভালোবেসেছিলো
আগের মতই আজো রয়ে গেলো