kishore kumar lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
kishore kumar lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

"আমি দুঃখ কে সুখ" Lyrics by "কিশোর কুমার"

আমি দুঃখ কে সুখ
আর্টিস্টঃ কিশোর কুমার
অ্যালবামঃ -
ছবিঃ -


আমি দুঃখ কে সুখ ভেবে বইতে পারি
যদি তুমি পাশে থাকো
দৈন্য কে হাসি মুখে সইতে পারি
যদি তুমি পাশে থাকো ।।


একটু বাতাস যদি হয়ে যায় ঝড়
সেই ঝড়ে ভেঙ্গে যায় যদি বাঁধা ঘর
আবার নতুন করে বাঁধতে পারি
যদি তুমি পাশে থাকো ।।


না হয় হলোনা দেখা ফুলেদের সাজ
না হয় হলোনা শোনা পাখির আওয়াজ
সব কিছু ভাল আজ লাগতে পারে
যদি তুমি পাশে থাকো ।।